WBSSC আবার নিয়ম বদল/শিক্ষক নিয়োগের নিয়মে বদল আসছে

 SSC আবার নিয়ম বদল/শিক্ষক নিয়োগের নিয়মে বদল আসছে



School Service commission এর শিক্ষক নিয়োগের নিয়মে পরিবর্তন আসতে চলেছে। 2020 সালে সাঁওতালী মাধ‍্যমে যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়মের পরিবর্তন হচ্ছে। Preliminary Test ও বিষয় ভিত্তিক Written test এ বদল আসছে।

বেতনের নতুন নিয়ম জানতে ক্লিক করুন

NET SET পরীক্ষার আদলে পরীক্ষা হবে এবার। যদিও এই নিয়ে এখনো Gadget Notification হয়নি। 



100 নম্বরের Preliminary Test ও 100 নম্বরের বিষয় ভিত্তিক Test 

সমস্তটাই হবে OMR sheet এ। অর্থাৎ Multiple choice question

WBSSC তে Interview থাকছে যদিও তার নম্বর কমবে।

এছারাও কিভাবে শ্রেণী কক্ষে পড়াবেন তার Demo দেখাতে হবে Interview এর সময়।

আনুমানিক শুন‍্যপদ 20000

একাদশ-দ্বাদশে 6000

নবম- দশমে 14000 পদ। Roster এর কাজ শেষ হয়েছে এবং সেই ফাইল School Service Commission এ পাঠানে হয়েছে।


Post a Comment

Previous Post Next Post