Bad News For Home Loan Customers/SBI Home Loan interest rate increase

মধ্যবিত্তের মাথায় হাত, গৃহঋণে একলাফে অনেকটাই সুদের হার বাড়াল SBI 

Bad News For Home Loan Customers/SBI Home Loan interest rate increase




  • SBI Home Loan Interest: কয়েকদিন আগেই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় আরবিআই। আশঙ্কা ছিল তারপর থেকেই। সেই আশঙ্কা সত্যি করে এবার গৃহঋণে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 


৭.০৫ শতাংশ থেকে বেড়ে স্টেট ব্যাঙ্কে গৃহঋণে সুদের হার করেছে ৭.৫৫। অর্থাৎ, আরবিআই একলাফে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে গৃহঋণে সুদের হার।


এদিকে গৃহঋণে সুদের হার বাড়ানোর পাশাপাশি রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। গত ১৪ জুন (মঙ্গলবার) থেকে নয়া সুদের হার কার্যকর করেছে এসবিআই। 


মাত্র ১০০ টাকা দিয়ে এসবিআইতে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। নয়া সুদের হার: ১ বছর থেকে ২ বছরের কম: ৫.৩ শতাংশ। ২ বছর থেকে ৩ বছরের কম: ৫.৩৫ শতাংশ। ৩ বছর থেকে ৫ বছরের কম: ৫.৪৫ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছরের কম: ৫.৫ শতাংশ

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এসবিআই। দু'কোটি টাকার কম এবং ২১১ দিন থেকে তিন বছরের কম মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে

Post a Comment

Previous Post Next Post