Calculate arrear Dearness Allowance (DA)/আপনার বকেয়া মহার্ঘ ভাতা নিজেই হিসেব করে নিন

 Calculate arrear Dearness Allowance (DA)/আপনার বকেয়া মহার্ঘ ভাতা নিজেই হিসেব করে নিন

আমরা জানি হাইকোর্ট মহার্ঘ ভাতা নিয়ে যে রায় দিয়েছে তা পূর্বের SAT যে রায় দিয়েছিল সেটি। পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘভাতা আছে তা নিজে নিজেই হিসাব করে নিতে পারবেন। বকেয়া মহার্ঘ ভাতা কার কত হতে পারে তার একটি ধারণা কনফেডারেশন অফ গভমেন্ট এমপ্লয়িস এর পক্ষ থেকে লিখিত আকারে দিয়েছেন। এখানে সেটি বিস্তারিতভাবে দেওয়া হল।


ডিএ (রোপা-২০০৯) মামলার রায় প্রকাশ পেয়েছে তা একমাস (২০|০৫|২২) অতিক্রান্ত। আমরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আশা করছি, সরকার মহোদয় মহামান্য উচ্চ আদালতের নিদিষ্ট নিয়ম ও সময়  (১৯|০৮|২২ মধ্যে ) মেনে সেই রায় কার্যকর করবেন। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে অবগত করেছি যে, সরকার মনে করলে আমাদের সংগঠন, বকেয়া ডিএ প্রদান করার ক্ষেত্রে সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে রাজি আছে।

কর্মচারীদের উদ্দেশ্য বলি, রোপা-২০০৯ মোতাবেক রাজ্যের ৫ম বেতন কমিশনের ডিএ দেওয়া শুরু হয়েছিল ০১|০৪|২০০৮ থেকে। এই ০১|০৪|০৮ থেকে ৩১|০৩|০৯ মোট ৪ কিস্তি বা ১২% ডিএ যোগে বেতনের বকেয়া অংশ ৪ কিস্তিতে (বাম সরকার ২ কিস্তি + তৃণমূল সরকার ২ কিস্তি ) পরিশোধ  পরবর্তী 

০১|০৪|২০০৯ থেকে ৪% এবং পূর্বের ১২% = ১৬% ডিএ যোগে কর্মচারীরা হাতে বেতন পেতে শুরু করে।

Best ear-Phone

রোপা -২০০৯ বলা ছিল, পরবর্তীতে দেয় ডিএ নিদিষ্ট নিয়মে (মূল্যসূচক/ এআইসিপিআই মেনে) তা দেওয়া হবে। কিন্তু সরকার বাহাদুর সেই প্রতিশ্রুতি না রাখার কারণেই আমাদের সেই দাবি মোতাবেক মহামান্য আদালতের এই অভূতপূর্ব রায়। এবার সরকারকে বকেয়া ডিএ দিতে হবে। সেই বকেয়া কতটা তা লক্ষ্য  করুন।

 কর্মচারী বন্ধুরা  নিন্মের A এবং B এই দুটি সারণী খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা আপনাদের বকেয়া ডিএর পরিমাণ নিজেরাই কষে নিতে পারবেন।

রোপা-০৯ মোতাবেক ০১|০৭|২০০৯ থেকে ৫ম বেতন কমিশনের শেষ কিস্তি ০১|০১|১৬ পর্যন্ত মোট ১৫ কিস্তি বা ১০৯% ডিএ নিদিষ্ট নিয়ম মতো (সেই সময়কার কর্মীদের বেসিক × শতাংশের বিচারে ডিএর পরিমাণ × সময় [মাস] = বকেয়ার (টাকা)পরিমাণ) কষে তার তালিকা প্রকাশ করলাম।



উদাহরণ হিসেবে ওই সময়কার একজন (সি-গ্রুপ) ৮৮৪০ টাকা মূল বেতনে, কষে দেওয়া বকেয়ার হিসেব লক্ষ্য করুন।

০১|০৭|০৯ বেতন ছিল  ৮৮৪০ সঙ্গে ৩%  যোগে তা ৯১০৫ টাকা। এবার বলি, ০১|০৭|০৯ থেকে যে ৬% ডিএ দেওয়ার কথা ছিল তা দিল ০১|১২|০৯ অর্থাত ৫ মাস পর।

ফলে বকেয়া গিয়ে দাঁড়াল ৯১০৫×৬%×৫মাস =২৭৩২ টাকা।

ঠিক এইরূপ শেষ কিস্তি ০১|০১|১৬ বেসিক ১০৮৭১ টাকা  × ৬% × ৩৬ মাস = ২৩৪৮১ টাকা।

ঠিক এই ভাবেই  প্রতিটি কর্মচারী তাঁর ওই সময়কার বেসিক সারণী অনুযায়ী তৈরি করে নিতে পারবেন বলে মনে করি।

সারণী B এর নিচের সারিতে দেখানো হয়েছে, একজন সি-গ্রুপ ৮৮৪০ টাকা বেসিকে ইনক্রিমেন্ট যোগে তার মোট বকেয়ার পরিমাণ ৩,৭৩,১৫৩ টাকা ।



একজন গ্রুপ -ডি ৬৬০০ টাকার বেতনে কম/বেশি ২৭৮০০০ টাকা ।

একজন গ্রুপ -বি ১১০৪০ (ইউডি) টাকার বেতনে কম/বেশি ৪৬৬০০০ টাকা ।

একজন গ্রুপ -এ  ১৩৬৮০ (এসও) টাকার বেতনে কম/বেশি ৫৭৭৫০০ টাকা ।

আশা করছি কর্মী সমাজ সারণী দেখে নিজ বকেয়ার পরিমাণ কষে নিতে পারবেন।

ধন্যবাদ।

শ্যামল কুমার মিত্র,      মলয় মুখোপাধ্যায়

সভাপতি,                       সাঃ সম্পাদক

কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ।

Post a Comment

Previous Post Next Post