Dearness Allowance of state employees: একলপ্তে ৬ লাখ টাকা পেতে পারেন কর্মীরা, বকেয়া ৩১% DA কবে দেবে রাজ্য সরকার

 Dearness Allowance of state employees: একলপ্তে ৬ লাখ টাকা পেতে পারেন কর্মীরা, বকেয়া ৩১% DA কবে দেবে রাজ্য সরকার



কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ইতিমধ্যে এক মাস পেরিয়ে গিয়েছে। তিন মাসের বেঁধে সময়সীমার দু'মাসও পড়ে নেই। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ারনেস অ্যালওয়েন্স (মহার্ঘ ভাতা - ডিএ বা DA) বাবদ কত টাকা পাবেন, সেই হিসাব দেখে নিন।
গ্রুপ ‘ডি’ কর্মীরা (বেতনক্রম ৬,৬০০ টাকা হলে) বকেয়া ডিএ বাবদ ২৭৮,০০০ টাকা পাবেন।

গ্রুপ 'সি' কর্মীরা (বেতনক্রম ৮,৮০০ টাকা) বকেয়া ডিএ বাবদ ৩৭৩,০০০ টাকা পেতে পারেন।
আপার ডিভিশন অ্যাসিসট্যান্টের ক্ষেত্রে বকেয়া ডিএয়ের অঙ্কটা প্রায় পাঁচ লাখ টাকা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, বকেয়া ডিএ বাবদ তাঁদের অ্যাকাউন্টে ৪৬৬,০০০ টাকা ঢুকতে পারে।
Primary Teacher দের প্রায় সমপরিমান টাকা।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের হিসাব অনুযায়ী, হেড অ্যাসিসট্যান্ট এবং সেকশন অফিসারদের ক্ষেত্রে বকেয়া ডিএয়ের অঙ্ক প্রায় ৬০০,০০০ টাকার কাছে পৌঁছে যাবে।Graduate teacher দের প্রায় ৫ লক্ষ টাকা।

এমনিতে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু 31% DA বকেয়া কি হবে? 5th Pay Commission এ বকেয়া কেন্দ্রীয় হারে মেটানোর কথা বলা হয়েছে সেই সূত্রে 6th Pay Commission এর বকেয়া 31% মেটাতেই হবে বলে মনে করছেন আইনজীবীরা । গত ২০ মে সেই নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি রাজ্য সরকার। ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে কোনও আবেদন করা হয়নি। 

ডিএ বাবদ রাজ্য সরকারকে কত টাকা দিতে হবে? সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে প্রায় ২৩,০০০ কোটি টাকা লাগবে।

Post a Comment

Previous Post Next Post