Pay Commission: বাড়ছে ব্যাপক হারে বেতন? সরকারী কর্মীদের জন্য চারটি বাম্পার খবর কেন্দ্রের! ৪টি ভাতা বৃদ্ধি নিশ্চিত

 

7th Pay Commission: বাড়ছে ব্যাপক হারে বেতন? সরকারী কর্মীদের জন্য চারটি বাম্পার খবর কেন্দ্রের! ৪টি ভাতা বৃদ্ধি নিশ্চিত

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাগ্যরেখা এখন তুঙ্গে! ব্যাপক বেতন বৃদ্ধির তুমুল জল্পনা



কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ আগেই বেড়েছে ৷ ফের জুলাইয়ে ডিএ বৃদ্ধির সময় হয়ে গিয়েছে ৷ তাই এককথায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাগ্যরেখা তুঙ্গে যাচ্ছে বলা যেতেই পারে ৷

AICPI-এর সূচক থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে ডিএ বাড়ছেই তবে কতখানি বাড়বে তা নির্ভর করবে সবদিক বিবেচনার পরেই ৷ 

মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে কর্মীদের টিএ বা ট্রাভেল অ্যালাউন্স (Travel Allowance) আর সিটি অ্যালাউন্স (City Allowance)-ও বৃদ্ধি হবে ৷ যা এক প্রকার নিশ্চিত ভাবেই ধরা যেতে পারে ৷ 

প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) ও গ্র্যাচুইটি (Gratuity) বৃদ্ধির প্রায় নিশ্চিত ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক পিএফ ও গ্র্যাচুইটি গণনা নির্ধারিত হয় বেসিক স্যালারির উপরে নির্ভর করেই ৷
Buy with huge discount

ফলত এই ধরনের সুবিধা যে কোনও কর্মীদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়কও ৷ শুনতে পাওয়া যাচ্ছে জুলাইয়ের আগেই গ্র্যাচুইটি বৃদ্ধি হতে চলেছে ৷
7th Pay Commission এ Fitment Factor বৃদ্ধির সম্ভাবনা আছে। দাবী কম Pay Scale কর্মীদের fitment factor 3.68 নিয়ে আলোচনা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে ফের চাপ বাড়াতে শুরু করেছে ৷ কর্মচারীদের বক্তব্য বকেয়া ভাতা কর্মীদের অধিকার ,কোনও অনুদান নয়।

ফলত  সরকারের কর্মীদের বকেয়া ১৮ ডিএ এরিয়ার নিয়ে কোনও না কোনবও সিদ্ধান্ত আসতে পারে ৷
ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারকি কর্মীদের এইচআরএ বা হাউজ রেন্ট অ্যালাউন্স ও ট্রাভেল অ্যালাউন্স বৃদ্ধি প্রায় নিশ্চিত ৷

কেন্দ্রীয় সরকারি কর্মীদের এক সঙ্গে চারটি ভাতা বৃদ্ধির বিশাল ও বাম্পার সুবিধা পেতে পারেন ৷ ৯ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ ফের জুলাইয়ে ডিএ বৃদ্ধির সম্ভাবনা ৷

Post a Comment

Previous Post Next Post