PF নিয়ে বড়ো সিদ্ধান্ত/উপকৃত হবেন প্রত‍্যেকেই

 PF নিয়ে বড়ো সিদ্ধান্ত/উপকৃত হবেন প্রত‍্যেকেই




সরকারী কর্মীদের পর Govt Aided, Govt Sponsored Department/School এর শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের জন‍্য এই পদক্ষেপ।
 
    শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের PF এর তথ‍্য নিজেরা ইচ্ছে করলেই দেখতে পারেন না। এর জন‍্য তাকে কর্তৃপক্ষের উপর নির্ভর করতে হয় কারণ ব‍্যক্তিগত ভাবে কোনো হিসেব নিজের কাছে থাকে না। এবার এক ক্লিকেই এই হিসেব পেয়ে যাবেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। এর জন‍্য প্রতিটি DI দেরকে নির্দেশ দিয়েছে কতগুলো জরুরী কাজ করার জন‍্য।
  
 প্রতিটি স্কুলের প্রত‍্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের PF এর তথ‍্য একটি নির্দিষ্ট format এ পূরণ করে জমা করতে হবে। এরপর pf interest হিসেব করতে হবে এবং তা নিয়ে যেন কোনো গড়মিল না থাকে সেটা দেখতে হবে। পরিস্কার করে বললে treasure হিসেব এবং স্কুলে্য হিসেব এক হতে হবে।

  অর্ডারের   3,4,5 Paragraph এ যে কাজ গুলোর কথা বলা আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে।

Deposit Withdrawal এই বিষয়গুলো সঠিক ভাবে উল্লেখ রাখতে হবে। Loan Recovery এটিও জানাতে হবে।
3 নং paragraph এ 2 বিষয় বলা আছে। দেখুন ছবিতে



উপরের ছবিতে দেখুন 4 নং Paragraph এর ছটি কাজ। 
  এছারাও আছে 5 নং Paragraph এ 4 টি বিষয়। 3,4,5 নং Paragraph গুলোই সব থেকে গুরুত্বপূর্ণ। 
   প্রথমে Secondary school গুলোর জন‍্য এই e-governence চালু হবে। পরে primary school গুলোর জন‍্য চালু হবে।
এদিকে provident fund interest rate নিয়ে ক্ষোভ আছে কর্মীদের মধ‍্যে।

Post a Comment

Previous Post Next Post