Retiring Gratuity Calculation in Bengali/সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা দের Gratuity Calculation/নিজেই করুন

 Retiring Gratuity Calculation/সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকা দের Gratuity Calculation/নিজেই করুন-Pay Commission 

Gratuity Calculation in bengali

সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের অবসর গ্রহণের পর এককালীন গ্রাচুইটি দেওয়া হয়। এই গ্র্যাচুইটির হিসাব সাধারণত সরকারি কর্মচারী এবং শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই করতে পারেন না। কারণ কিছু হিসেবের না জানা এবং সম্পূর্ণ নিয়ম না জানা। আজ এই পোস্টে গ্র্যাচুইটির হিসাব নিজেরাই করতে পারবেন এমন একটি তথ্য আপনাদের সামনে তুলে দেওয়া হল।


এই সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা সহকারে তুলে ধরেছেন শ্রদ্ধেয় শিক্ষক খাইরুল হাসান।

*Gratuity rule in west bengal*
Gratuity Calculation after retirement 
পূর্বে নিয়ম ছিল 33 বছর যোগ্য চাকরিকাল হলে ফুল গ্র্যাচুইটি পাওয়া যাবে।

পূর্বে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল:-250000/- টাকা,,তা 01/01/2006 থেকে বেড়ে হয়েছিল 600000/-টাকা।

বর্তমান 👉 Pay Commission ( 2019) তা বেড়ে হয়েছে সর্বোচ্চ1200000/-টাকা।

পূর্বে নিয়ম ছিল 33 বছর চাকরি করলে ফুল পেনশন পাওয়া যেত,,31/03/2009 এরপর যারা রিটায়ার করেছেন বা ভবিষ্যতে করবেন তাদের ক্ষেত্রে 20 বছর যোগ্য চাকরিকাল হলে ফুল 👉পেনশন পাওয়া যাবে।



পূর্বে নিয়ম ছিল 33 বছরের বেশি সময়কাল(34,35,36,37,38,39,40) বছর যোগ্য চাকরিকাল গ্রাচুইটি হিসাব এর ক্ষেত্রে ধরা হবে না।
**Gratuity Calculation for Teacher**
সেই নিয়ম টা বর্তমান  ROPA 2019 শেও বলবৎ আছে,,তবে পূর্বে গ্র্যাচুইটির উর্ধ্বসীমা 600000/- টাকা ছিল,,তা বর্তমান রোপায় বেড়ে হয়েছে 1200000/-টাকা।

পূর্বে কোয়ালিফাইং সার্ভিস হিসাব করা হতো এক বছর কে দুই ভাগে ভাগ করে।

অর্থাৎ প্রথম ছয় মাস 1 ইউনিট,,দ্বিতীয় ছয় মাস আরো 1 ইউনিট মোট 2 ইউনিট।
1 বছর=2 ইউনিট অফ সার্ভিস।

এখন সেটাকে ধরা হয় বছরের 3rd মাস পর্যন্ত 1 ইউনিট,, এবং 9th মাসে গিয়ে আরো 1 ইউনিট,,মোট 2 ইউনিট।
*Gratuity limit for West Bengal Govt employees*


#কোয়ালিফাইং_সার্ভিস_কিভাবে_ধরতে_হবে_তার_নমুনা_নিচে_দেওয়া_হল:-

ধরুন কেউ 19 বছর এক মাস, দুই মাস, তিন মাস এমনি করে....... নয় মাস, দশ মাস, 11 মাস এবং কেউ 20 বছর 2 মাস পর্যন্ত চাকুরী করেছেন!

#সেক্ষেত্রে_কোয়ালিফাইং_সার্ভিস_কিভাবে_বের_করব ?
**West Bengal Gratuity Calculation**

19 বছর সমান 38 ইউনিট।
19 বছর 1 মাস সমান 38 ইউনিট।
19 বছর 2 মাস সমান 38 ইউনিট।
#19_বছর_3_মাস_সমান_39_ইউনিট।
19 বছর 4 মাস সমান 39 ইউনিট।
19 বছর 5 মাস সমান 39 ইউনিট।
19 বছর 6 মাস সমান 39 ইউনিট।
19 বছর 7 মাস সমান 39 ইউনিট।
19 বছর 8 মাস সমান 39 ইউনিট।
#19_বছর_9_মাস_সমান_40_ইউনিট।
19 বছর 10 মাস সমান 40 ইউনিট।
19 বছর 11 মাস সমান 40 ইউনিট
19 বছর 12 মাস= 20 বছর= 40 ইউনিট।
20 বছর 1 মাস সমান 40 ইউনিট।
20 বছর 2 মাস সমান 40 ইউনিট।
#20_বছর_3_মাস_সমান_41_ইউনিট।

এইভাবে যে যত বছর কর্মরত থাকবেন হিসাব বের করে নিতে হবে।

তাহলে 33 বছর কে 2 দিয়ে গুণ করে 66 ইউনিট হবে গ্র্যাচুইটির ক্ষেত্রে সর্বোচ্চ ইউনিট অফ সার্ভিস,,তাতে কেউ যদি 33 বছরের বেশিও চাকরি করেন(34,35,36,37,38,39,40) তবুও 66 ইউনিট অফ সার্ভিস ধরা হবে।

সরল ভাষায় বলতে গেলে যার যত বছর চাকরিকাল হবে তার চার ভাগের এক ভাগ সময়কে রিটায়ার হওয়ার সময় যে (DA সহ যে বেসিক পে) থাকবে তাকে গুন করতে হবে।

কেউ যদি 30 বছর চাকরি করেন তাহলে উনার ইউনিট অফ সার্ভিস হবে 60, এই 60 এর চার ভাগের এক ভাগ=15 অর্থাৎ উনার (ডিএ সহ লাস্ট বেসিক পে)যে পরিমান থাকবে তাকে 15 দিয়ে গুণ করলে উনার গ্র্যাচুইটির পরিমাণ বেরিয়ে আসবে।

 এজন্যই সহজ ভাবে 66÷4=16.5 গুন যা বেশিরভাগ জন বলে থাকেন।

এই নিয়মে কেউ 19 বছর 9 মাস চাকরি করলে তার ইউনিট অফ সার্ভিস পেনশনের ক্ষেত্রে 40 ইউনিট ধরা হবে এবং গ্ৰাচুইটির ক্ষেত্রেও ইউনিট অফ সার্ভিস 40 ধরা হবে।

অর্থাৎ তিনি ফুল পেনশন পাবেন। তবে ফুল গ্র্যাচুইটি পাবেন না।

কারণ ফুল গ্রাচুইটি পেতে গেলে মিনিমাম 33 বছর কমপ্লিট সার্ভিস করতে হবে।

তবে ফুল গ্র্যাচুইটির হিসাবটি যদি 12 লক্ষ টাকার বেশি হয়ে যায় তবুও তিনি 12 লক্ষ টাকায় পাবেন as per rules ROPA 2019.

#এবারে_আসি_রিটায়ার_করার_পরে_গ্রাচুইটি_কত_পাওয়া_যাবে_??

ধরুন কারো লাস্ট বেসিক পে ছিল 60000/-টাকা। এবং তিনি চাকরি করেছেন 25 বছর 10 মাস। সেক্ষেত্রে তিনি কত গ্রাচুইটি পাবেন ?? 

যেহেতু যোগ্য চাকরিকাল 25 বছর 10 মাস হয়েছে তাই এখানে উনার ইউনিট অফ সার্ভিস হবে 52 ইউনিট।

#গ্র্যাচুয়িটি={(লাস্ট বেসিক পে+ডি এ)×ইউনিট অফ সার্ভিস}÷4,,এই ফরমুলায়।

#গ্র্যাচুয়িটি={(60000+1800)×52}÷4
                 =(61800×52)÷4[এখন ডি এ 3%]
                 =3213600÷4
                 =803400/-টাকা।

যাদের যোগ্য চাকুরীকাল তেত্রিশ (33) বছরেরও বেশি হবে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম গ্র্যাচুইটি 12 লক্ষ টাকা,,এর বেশি পাওয়া যাবে না।

Post a Comment

Previous Post Next Post