Is School closing again in West Bengal? What did the government say?

 School is closing again in West Bengal? What did the government say?

স্কুল আবার বন্ধ হচ্ছে??



Bikash Bhaban is not thinking about closing the school right now. This was indicated by Education Minister Bratya Basu at a function at Trinamool Bhaban on Friday. He was asked - Corona is growing, in this situation the school is thinking to close? The education minister said no guidelines have been received from the health department yet. Steps will be taken if such instructions are received. Incidentally, due to the long summer vacation, the government does not want to take the risk of closing the school now.


Lack of teachers in schools is a burning problem. In response to a question from reporters, Bratyababu expressed the government's goodwill towards speedy recruitment. He also said that the data room of the School Service Commission is closed. The government will appeal to the court to open it. Incidentally, the server is low and the data room is closed by court order. Due to this, issues like recruitment of upper primary and head teachers have come to a standstill. Exemption letter for opening of Calcutta High Court server room after hearing on 20th July The hope of the informed community that it can give.

Details in video



এখনই স্কুল বন্ধ করার বিষয়ে ভাবছে না বিকাশ ভবন। শুক্রবার তৃণমূল ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ইঙ্গিতই দিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল—করোনা বাড়ছে, এই পরিস্থিতিতে স্কুল বন্ধ করার কথা শিক্ষাদপ্তর ভাবছে কি? শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্যদপ্তর থেকে এখনও কোনও নির্দেশিকা আসেনি। তেমন নির্দেশিকা পেলে পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, গরমের ছুটি দীর্ঘ হওয়ার কারণে, সরকার এখনই স্কুল বন্ধ রাখার ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করছে শিক্ষামহল।


স্কুলে স্কুলে শিক্ষকের অভাব একটা জ্বলন্ত সমস্যা। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্যবাবু দ্রুত নিয়োগের বিষয়ে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন। এও জানান যে, স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম বন্ধ রয়েছে। তা খোলার জন্য আদালতের কাছে সরকার আবেদন জানিয়ে যাবে। প্রসঙ্গত, সার্ভার রুম তথা ডেটা রুম আদালতের নির্দেশে বন্ধ রয়েছে। এর জেরে উচ্চ প্রাথমিক, প্রধান শিক্ষক নিয়োগের মতো বিষয়গুলি থমকে রয়েছে। ২০ জুলাই শুনানির পরে কলকাতা হাইকোর্ট সার্ভার রুম খোলার বিষয়ে ছাড়পত্র দিতে পারে বলে ওয়াকিবহাল মহলের আশা। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কলেজ নির্বাচনও। রাজ্য সরকার যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে কলেজ নির্বাচন চায়, তাও জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। এর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও আহ্বান রেখেছেন তিনি। তবে, করোনা বাড়তে থাকায় রাজ্য সরকার পরিস্থিতি বুঝে নিতে চাইছে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রীর কথায় পরিষ্কার এখন আর স্কুল বন্ধ নয়। সামনের September এ ২য় পার্বিক মূল্যায়ন । এই মুহুর্তে স্কুল বন্ধ করলে পরীক্ষা সহ syllabus শেষ করতে সমস্যা হবে বলেই মনে করে শিক্ষা দপ্তর।

Post a Comment

Previous Post Next Post