Pension Calculation for State Government employees and Teacher:West Bengal Govt employees and Teacher pension calculator

 Pension Calculation for State Government employees and Teacher:West Bengal Govt employees and Teacher pension calculator

Pension Calculation for West Bengal Employees and Teacher 

এই পোস্ট এ আপনারা সম্পূর্ণ বাংলায় পাবেন



How pension of a government employee is calculated?
What is the formula for pension calculation?
What is basic pension in West Bengal?
How is pension calculated as per 6th Pay Commission
Calculation of Commuted Value of Pension in West Bengal

Commutation of pension Calculation

West Bengal Govt family pension Rules

New pension Scheme West Bengal Govt employees 2019

Family pension Calculator after death

ROPA 2019 Pension Calculator
Family pension Calculator WB Govt ROPA 2019
Pension Calculation কিভাবে করা হয়
আমরা বর্তমানে কর্মরত অবস্থায় আছি অনেকেই হয়তো রিটায়ার এর দোরগোড়ায় পৌঁছে গেছি,,তাদের ক্ষেত্রে বিশেষ করে রিটায়ার হওয়ার পর কত কি পেনশন পাওয়া যাবে ?? সে বিষয়ে সম্যক ধারণা থাকা দরকার। যদিও আগেও আলোচনা করা হয়েছে,তবুও অনেকের অনুরোধে আবারও আলোচনা করা হলো।

যাতে করে অফিস কোন রকম ভুল করলে সেটা ধরতে পারা যায়।

1)পুরনো নিয়মে যারা পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা ছিল:-বর্তমানে তারাও বর্ধিত হারে পেনশন পাবেন বা পাচ্ছেন।

2)আর নতুন নিয়মে যারা পেনশন পাবেন রোপা 2009 ও 2019 অনুযায়ী তাদের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা হবে।

পুরোনো নিয়মে যাদের পেনশন শুরু হয়েছিল তাদের হিসাবটা নিম্নরূপ:-

পেনশন=(লাস্ট বেসিক পে × কোয়ালিফাইং সার্ভিস × 50)÷3300 এই নিয়মে।

1) একটা উদাহরণ দেওয়া যাক:-

ধরুন পুরনো হারে যখন কেউ রিটায়ার করেছেন তিনি 33 বছর সার্ভিস করেছেন,, এবং উনার লাস্ট বেসিক পে ছিল 5000 টাকা।

তাহলে তিনি যত টাকা পেনশন পাচ্ছেন।

পেনশন=(5000×33×50)÷3300
            =8250000÷3300
            =2500/-অর্থাৎ ফুল পেনশন পাচ্ছেন।
অর্থাৎ পুরোনো নিয়মে 33 বছর চাকরি করলে তবেই ফুল পেনশন পাওয়া যেত!

2)ধরুন নতুন নিয়মে কেউ রিটায়ার করলেন তাহলে তিনি কত পেনশন পেতে পারেন ??

-নতুন নিয়মে বলা হয়েছে মিনিমাম **20 বছর চাকরি করলে ফুল পেনশন পাওয়া যাবে।

আর 10 বছরের কম সার্ভিস পিরিয়ড হলে পেনশন পাওয়া যাবে না।

ধরুন কোন এমপ্লয়ীর লাস্ট বেসিক পে 60000/- হাজার টাকা,, তিনি চাকরি করেছেন 17 বছর 5 মাস তাহলে তিনি কত পেনশন পাবেন ?

এখানে তিনি যে 17 বছর 5 মাস চাকরি করেছেন এটাকে ইউনিট অফ সার্ভিস ধরলে হবে 35 ইউনিট। পূর্বে এক বছর কে দুই ভাগে ভাগ করা হতো 6 মাস করে ধরে,,এখন বছরের তৃতীয় মাস পর্যন্ত এক ইউনিট এবং 9 মাস হয়ে গেলে **2 ইউনিট ধরা হবে, তাই উনার ইউনিট অফ সার্ভিস হচ্ছে(17×2)+1= **35।

নতুন নিয়মে পেনশনের ফর্মুলা:-
=(লাস্ট বেসিক পে × ইউনিট অফ সার্ভিস)÷80

তাহলে তিনি পেনশন পাবেন:-
=(60000×35)÷80
=2100000÷80
=26250/-প্রতিমাস,,(এর সঙ্গে যোগ হবে বর্তমানের 3%D.A সেটা এবং 500 টাকা মেডিকেল অ্যালাউন্স।
অর্থাৎ তিনি প্রতি মাসে বর্তমানে 27538/-টাকা করে পেনশন পাবেন।

এখানে তিনি যদি 20 বছর বা তার বেশি চাকরি করতেন তাহলে ফুল পেনশন পেতেন।
সেক্ষেত্রে ইউনিট অফ সার্ভিসটাকে **40 ধরে হিসাব করতে হবে। অর্থাৎ ফুল পেনশনের জন্য ম্যাক্সিমাম ইউনিট অফ সার্ভিস **40 তাতে কেউ 20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39 এবং 40 বছর পর্যন্ত চাকরি করলেও 40 UNIT OF SERVICE এটাই ধরা হবে।

পেনশন=(লাস্ট বেসিক পে × ইউনিট অফ সার্ভিস)÷80
=(60000×40)÷80
=2400000÷80
=30000/-প্রতিমাসে পেনশন পাবেন।(এর সঙ্গে বর্তমানের 3% D.A,, সেটা এবং 500 টাকা মেডিক্যাল অ্যালাউন্স যোগ হবে,, অর্থাৎ
30000+900+500=31400/-PER MONTH.

যেহেতু প্রত্যেক এমপ্লয়ী এর সার্ভিস লেঙ্থ আলাদা তাই প্রত্যেকের পেনশন অ্যামাউন্ট এর পরিমাণও আলাদা আলাদা হবে।

এবারে ধরুন ওই পেনশন হোল্ডার 40% পেনশন কমিউট করলেন তাহলে তিনি কত টাকা পাবেন ?? এবং কমিউট করার পর তিনি হাতে কত টাকা পেনশন পাবেন ??

আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ওনার পেনশন বেসিক পে ছিল 30000/-ত্রিশ হাজার টাকা।

তিনি এই 30 হাজার টাকার চল্লিশ 40% শতাংশ কমিউট করবেন অর্থাৎ 30000×40%=12000/-টাকা করে তিনি প্রতি মাসে কম নেবেন।

যার দরুন তিনি এককালীন পেনশন শুরুর সময় তেই যে টাকাটি পাবেন তা হল:-
12000×98.328=1179936/-টাকা(এক টাকার কমিউট ভ্যালু 98.328 টাকা)

পেনশন কমিউড বাদে তিনি হাতে পাবেন [30000-12000+900(DA3%)+500(MA)
=19400/-]প্রতি মাসে পাবেন।

এইভাবে তিনি 75 বছর বয়স পর্যন্ত পেতে থাকবেন, তারপর আবার 76 তম বছরে প্রতিমাসে কমিউট করা 12000 টাকা যোগ হয়ে যাবে।

অর্থাৎ তিনি পাবেন পূর্বের ন্যায় [19400+12000]=31400/-

এখানে বলে রাখি কর্তৃপক্ষ যখন যেমন যত পারসেন্ট DA ঘোষণা করবে তিনি তখন মূল পেনশন বেসিক পে (30000/-) এর উপরে DA পেতে থাকবেন।



আরো একটা বিষয় এখানে বলে রাখি বর্তমানে ই-পেনশনের মাধ্যমে পেনশন চালু হবে অর্থাৎ এমপ্লয়ির সমস্ত papers পত্র যদি ঠিকঠাক থাকে তাহলে তিনি যে মাসে রিটায়ার করবেন তার পরের মাঝ থেকেই পেনশন চালু হয়ে যাবে, আগের মত সময় সাপেক্ষ থাকবে না,, তাই আমাদের প্রত্যেকের উচিত হবে যথাযথভাবে:-

১)সার্ভিস বুক ঠিক করে রাখা!

২) এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে সেগুলোও রেডি করে রাখা!

৩) যতবার পে-কমিশন পেয়েছেন তার দরুন যে ফিক্সেশন papers যেগুলো রয়েছে সেগুলো ঠিক করে রাখা।

৪) কেউ চাকরিরত অবস্থায় যদি d.el.ed কিংবা বি এড করেছেন সঠিকভাবে যে বর্ধিত স্কেল পেয়েছেন তার পেপারস পত্র রেডি রাখা।

৫) যত ধরনের অনুমোদিত ছুটি নেওয়া হয়েছে যেমন ধরুন মেডিক্যাল লিভ, কমিউটেড লিভ, চাইল্ড কেয়ার লিভ, প্যাটারনিটি কাম চাইল্ড কেয়ার লিভ, কোয়ারানটাই লিভ, এক্সট্রা অর্ডিনারি অর উইদাউট পে লিভ, লিয়েন লিভ, ইত্যাদি এই সমস্ত ছুটি গুলো যেন সার্ভিস বুকে যথাযথ ভাবে তোলা থাকে।

বিঃ দ্রঃ অনেকেই জানতে চান যে বর্তমানে যারা চাকরি পাচ্ছে তারা কি পেনশন পাবে ?? তাদের উদ্দেশ্যে বলে রাখি এখনো পর্যন্ত যেহেতু কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট নির্দেশিকা বের করেনি।
তাই রোপা 2019 এও এখনো পেনশন স্কিম রয়েছে,,তাই ধরে নেওয়া যায় প্রত্যেকেই পেনশন পাওয়ার যোগ্য।



GOVERNMENT OF WEST BENGAL

FINANCE DEPARTMENT Pension Branch

No. 536-F(Pen)

MEMORANDUM

Dated the 1" October, 2019.

Subject:

Revision of pension / family pension, gratuity and commutation of pension of post 01.01.2016 pensioners.

The undersigned is directed to state that the question of modification of rules granting pensionary benefits to the State Government employees consequent on the revision of pay structure under the West Bengal Services (Revision of Pay and Allowance) Rules, 2019 has been under consideration of the Government.

After careful consideration of the matter, the Governor has been pleased to decide that the pensionary benefits in respect of the State Government employees who retire after coming into force of the West Bengal Services (Revision of Pay and Allowance) Rules, 2019 and whose pay has been fixed under the said rules actually or in whose favour such revised pay has been allowed notionally shall be determined as follows:

A. Pension

(I) A Government employee retiring in accordance with the provisions of West Bengal Services (Death-cum-Retirement Benefit) Rules, 1971 and before completion of minimum qualifying service of ten years shall not be entitled to pension, but he shall continue to be entitled to gratuity.

(ii) A Government employee who has rendered a minimum qualifying service of 20 (twenty) years, pension shall be paid at 50% of the last basic pay drawn. For Government employees who at the time of retirement have rendered qualifying service for 10 (ten) years or more but less than 20 (twenty) years, proportionate reduction shall be made while calculating the amount of pension.

(iii) The existing maximum amount of monthly pension of Rs. 35,000/- (Rupees thirty five thousand) only per month as laid down in Memo. No. 201-F(Pen), dated 25.02.2009 shall be raised to Rs. 1,00,500/-(Rupees one lakh five hundred) only per month.

(iv) The existing minimum amount of monthly pension / family pension of Rs. 3300/- (Rupees three thousand three hundred) only as laid down in Memo. No. 201-F(Pen), dated 25.02.2009 shall be raised to Rs. 8500/- (Rupees eight thousand five hundred) only per month.

(v) Additional Pension

The quantum of pension available to the old pensioners shall be increased with effect

from 01.01.2016 to 31.12.2019 notionally with actual effect from 01.01.2020 as indicated

in the following table:

Age of Pensioners

From 80 years to less than 85 years
From 85 years to less than 90 years

From 90 years to less than 95 years

From 95 years to less than 100 years

Additional Quantum of Pension

20% of the basic pension

30% of the basic pension

40% of the basic pension

50% of the basic pension 100% of the basic pension

100 years or more
Respectively
written by
Khairul Hasan


3 Comments

  1. পেনশন Form টা যদি সঙ্গে দেওয়া হয় তবে খুবই ভালো হতো।

    ReplyDelete
Previous Post Next Post