Single Teacher Transfer High Court Order/Utshashree Single teacher

 Single Teacher Transfer High Court Order/Utshashree Single teacher 

Single Teacher Transfer High Court Order




New instructions in SSC transfer case. The court directed the DI to find an alternative teacher in the case of a subject-based teacher. The Calcutta High Court (SSC Calcutta High Court) fixed the time for selection of alternative teachers within 4 weeks. Although the order of the High Court was given for South Dinajpur district.

* Many teachers in the state will indirectly benefit from this directive of Justice Rajasekhara Mantha.
Best 5G phone (Buy with 29% discount)

Why such thoughts? Shipra Mandal, a teacher at Hazratpur Junior High School in South Dinajpur. The total number of students in the school is 146. There are a total of 4 teachers. Shipra Devi works in this school as a history teacher. The transfer has been postponed since March 23. He then approached the Calcutta High Court. He filed the case in the bench of Justice Rajshekhar Mantha. His allegation is that his transfer is stuck for a long time as there is only one history teacher.

`Complaint," School Service Commission, South Dinajpur District School Inspector informed that there was no benefit, so to go to court. " After hearing all the answers from all the parties, Justice Rajasekhara Mantha directed the District Inspector (SE), South Dinajpur, in consultation with the Central School Service Commission, to continue efforts to identify alternative teachers to work in the place of the applicant within the next four weeks.

`In other words, the history teacher of any other school in South Dinajpur district will now be added as the history teacher of this Hazratpur Junior High School. The school service commission and the South Dinajpur district school inspector will coordinate the investigation into the matter (SSC Calcutta High Court). Shipra Mandal lawyer Anjan Bhattacharya said many teachers across the state have similar problems with the transfer of single teachers. The alternative teacher of my client’s transfer in South Dinajpur district has now been asked to see the commission and the district school inspector. This directive will actually benefit single teachers seeking transfer in many districts of the state. "

The Calcutta High Court has witnessed multiple such allegations of solicitation of bribes in the transfer of school teachers and whipping of the president of the school management committee in the case of transfer. Under the strict observation of Justice Abhijit Gangopadhyay, that trend is now much less.

High Court order on single teacher



W.P.A. No. 6967 of 2022 Versus

Shipra Mondal

The State of West Bengal & Ors.

Mr. Anjan Bhattacharya, Ms. Anita Shaw.

...For the petitioner.

Mr. Swapan Banerjee, Mr. Sougata Mitra.

Dr. Sutanu Kumar Patra,

For the State.

Ms. Supriya Dubey, ...For Central School Service Commission.

Affidavit-of-service filed in Court today be taken

on record.

The petitioner is aggrieved that her application for transfer remain stalled since 23 March, 2022 on the ground that alternative arrangement could not be made possible by the District Inspector of Schools (SE), Dakshin Dinajpur.

This Court, therefore, directs the District Inspector of Schools (SE), Dakshin Dinajpur in consultation with the Central School Service Commission to continue to put in efforts to identify an alternative teacher to work in place of the petitioner within a period of four weeks from date.

With the aforesaid directions, the instant

petition shall stand disposed of.

There will be no order as to costs.

এসএসসি বদলি মামলায় নতুন নির্দেশ। ডিআই কে বিষয় ভিত্তিক একজন শিক্ষকের ক্ষেত্রে বিকল্প শিক্ষক খুঁজে করতে নির্দেশ আদালতের। ৪ সপ্তাহের মধ্যে বিকল্প শিক্ষক বাছাইয়ের সময় নির্দিষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট (SSC Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশ দক্ষিণ দিনাজপুর জেলার জন্য দেওয়া হলেও।

 বিচারপতি রাজাশেখর মান্থার এই নির্দেশে পরোক্ষে উপকৃত হবেন রাজ্যের অনেক শিক্ষকই।

কেন এমন ভাবনা? দক্ষিণ দিনাজপুরের হজরতপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা শিপ্রা মণ্ডল। বিদ্যালয়ে সাকুল্যে ছাত্র-ছাত্রী সংখ্যা ১৪৬। রয়েছেন মোট ৪জন শিক্ষক। ইতিহাসের শিক্ষক হিসেবে এই স্কুলে কাজ করেন শিপ্রা দেবী। গত ২৩ মার্চ থেকে বদলির বিষয়টি মুলতবি হয়ে রয়েছে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি রাজশেখর মান্থা বেঞ্চে তিনি মামলা করেন। তাঁর অভিযোগ সিঙ্গেল টিচার অর্থাত্‍ একজন মাত্র ইতিহাসের শিক্ষক থাকায় তাঁর বদলি বিষয়টি দীর্ঘদিন আটকে রয়েছে।

অভিযোগ, "স্কুল সার্ভিস কমিশন (School Service Commission), দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শককে জানিয়েও কোনও সুফল হয়নি তাই আদালতের দ্বারস্থ হওয়া।" সব পক্ষের সকল জবাব শুনে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ করে জেলা পরিদর্শক (এসই), দক্ষিণ দিনাজপুর আগামী চার সপ্তাহের মধ্যে আবেদনকারীর জায়গায় কাজ করার জন্য বিকল্প শিক্ষক চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়ে উপযুক্ত পদক্ষেপ করবে (SSC Calcutta High Court)।

অর্থাত্‍ দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে অন্য কোনও স্কুলে থাকা ইতিহাসে শিক্ষক এখন এই হজরতপুর জুনিয়ার হাই স্কুলের ইতিহাস শিক্ষক পদে যুক্ত হবেন। এবং এই বিষয়ে (SSC Calcutta High Court) খোঁজখবর নেওয়ার কাজটি করবে স্কুল সার্ভিস কমিশন এবং দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে। শিপ্রা মণ্ডলের আইনজীবী অঞ্জন ভট্টাচার্য জানান, সিঙ্গেল টিচারদের বদলির ক্ষেত্রে রাজ্যজুড়ে অনুরূপ সমস্যা অনেক শিক্ষক শিক্ষিকার। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আমার মক্কেলের বদলির বিকল্প শিক্ষক এখন কমিশন এবং জেলা স্কুল পরিদর্শককে দেখতে বলা হয়েছে। এই নির্দেশে আদতে রাজ্যের অনেক জেলায় বদলি চাওয়া সিঙ্গেল টিচারদের সুবিধা হবে।"

স্কুল শিক্ষক শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে ঘুষ চাওয়া, বদলির ক্ষেত্রে স্কুল পরিচালন সমিতির সভাপতির ছড়ি ঘোরানো এমনই একাধিক অভিযোগের সাক্ষী কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের কড়া পর্যবেক্ষণে সেই ট্রেন্ড এখন অনেকটাই কম।


Post a Comment

Previous Post Next Post