TET Examination এ Graduation এ 50% Marks Calculation কিভাবে করবেন

 TET Examination এ Graduation এ 50% Marks Calculation কিভাবে করবেন 






তিনি TET-14-র  ২০২০-২১ তে নিয়োগ পেয়েছিলেন । স্যালারি চালু/সার্ভিস বুক তৈরির আগে ডকুমেন্ট ভেরিফিকেশনে পর্ষদ তার চাকরি বাতিল করে । পর্ষদ বলেছিল প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যিনি অনার্স গ্রাজুয়েট তার ৫০%(৪৫%) Marks Calculation কেবলমাত্র অনার্স পেপারের উপরেই করা হবে । আর যিনি পাশ গ্রাজুয়েট তার Calculation পাশ পেপারের উপরেই করা হবে । কিন্তু অনার্স গ্রাজুয়েট প্রার্থীর ৫০%(৪৫%) Marks calculation -এ কোনোভাবেই অনার্স+পাশ উভয়কেই ধরা হবে না ।  ঐপ্রার্থীর(O.B.C) অনার্সপেপারে ৪৫% ছিলো না, কিন্তু অনার্স+পাশ উভয় ধরে ৪৫%+ ছিলো । 


এমতাবস্থায়  NCTE-র আইনজীবী জানান, প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতামান "Only ৫০%(৪৫%) with training Qualification" অর্থাৎ যেকোনো ভাবে calculation করেই ঐশতাংশ হলেই হবে ।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন, পর্ষদের Marks Calculation NCTE-র গাইডলাইন বিরূদ্ধ,   পর্ষদ কখনোই NCTE-র বিরুদ্ধ কোনো গাইডলাইন প্রবর্তন করতে পারে না এই পর্যবেক্ষণ নির্দেশে লিখেছেন । এবং তাকে চাকরি থেকে সরানোর দিন থেকেই সমস্ত বেতন মেটানোর নির্দেশ দেন ।  ফলে হারানো চাকরি ফিরে পান মিরাজ শেখ ।





Post a Comment

Previous Post Next Post