Guidelines for Observation of Students’ Week from 02.01.2023 to 07.01.2023 থেকে নতুন যে কাজ গুলো করতে হবে সমস্ত স্কুল গুলোতে/ দেখে নিন সবকিছু

 Guidelines for Observation of Students’ Week from 02.01.2023 to 07.01.2023

Students’ week would be observed in a befitting manner throughout the State from 02.01.2023 to 07.01.2023, as decided by the appropriate authority in School Education Department

2023 থেকে নতুন যে কাজ গুলো করতে হবে সমস্ত স্কুল গুলোতে/ দেখে নিন সবকিছু

 Observation of Students' Week from 02.01.2023 to 07.01.2023



 Observation of Students' Week from 02.01.2023 to 07.01.2023

(Memo No. 238 -SSE/202.2. Date : 27.12.2023)

Buy mobile with special discount


 2রা জানুয়ারী থেকে 7ই জানুয়ারী, 2023 পর্যন্ত Students' week observation এর guidelines 👇


  প্রতিটি স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে students' week observed করতে হবে। যেখানে রাজ্য সরকারের বাস্তবায়িত বিভিন্ন benefitted স্কিম, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ, পাঠ্য বই বিতরণ এবং Honourable chief minister এর শুভেচ্ছা বার্তার মাধ্যমে School Education Department এর দ্বারা বিভিন্ন কার্যক্রমের এবং cultural activities এর মাধ্যমে ৬ দিন এই programme চলবে।



 মূলতঃ elementary school ও High / higher secondary school এর জন্য কি কি programme করতে হবে তা নিয়ে আলোচনা করবো।



 # প্রথমে কমিটি গঠন :-


 সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি যথাযথভাবে উদযাপন করার জন্য district magistrate এর পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি স্টেক হোল্ডারকে (stake holders means district level থেকে school level পর্যন্ত সব stake holders) নিযুক্ত করা হবে।



 # Tentative Schedule :


Buy mobile with special discount

*** 30.12.2022 তারিখের মধ্যে সমস্ত স্কুল / এসএসকে / এমএসকে / college / Education institutions / University গুলো পরিষ্কার ও স্যানিটেশন করতে হবে।


 **** স্কুল / কলেজ / বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই observation 02.01.2023 থেকে 07.01.2023 পর্যন্ত অনুষ্ঠিত হবে। tentative programme প্রতিদিন 2 ঘন্টার জন্য করতে হবে যা specially সকাল 11.00 টা থেকে দুপুর 1.00 টা পর্যন্ত চলবে বা ঐ educational institution এর কর্তৃপক্ষের সুবিধা অনুযায়ী schedule করে নিতে পারেন)।



**** school level এ observation এর প্রথম দিনে open air বা school এর assembly Hall এ একটি assembly করবেন যেখানে ঐ বিদ্যালয়ের HOI নেতৃত্ব দেবেন। ঐ assembly তে নতুন ক্লাসে সফলভাবে উন্নীত হওয়ার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও প্রশংসা করবেন ও বিদ্যালয়ের ঐতিহ্য ও এই observation এর details বলবেন।



 *** class teacher রা এই observation এর tentative schedule সম্পর্কে class এ বলবেন এবং specific class অনুযায়ী new activities implement করতে হবে। এছাড়াও class teacher - personal hygiene, স্যানিটাইজেশন, hand washing এর গুরুত্বও বলবেন।


 ***প্রতিদিন ছাত্র এবং শিক্ষক উভয়ের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করতে হবে।


  ***মাননীয়া মুখ্যমন্ত্রীর (HCM) শুভেচ্ছ বার্তা সহ বিদ্যালয়ের পাঠ্য বই ও খাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে।



   PTM (Parents Teacher Meeting) 02.01.2023 তারিখে অনুষ্ঠিত হবে, যেখানে স্টুডেন্টস উইক উদযাপনের সপ্তাহব্যাপী সময়সূচী এবং বিশেষ করে SED (school education department)-এর new policy implementation নিয়ে আলোচনা করা হবে।



  সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ছাত্র এবং শিক্ষকদের দ্বারা একটি interactive session, intra school events (বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠান) এবং cultural activities করা যেতে পারে। student week নিয়ে সারা সপ্তাহের various activities এর plan নীচে দিচ্ছি যা HOI এবং nodal teacher এর আলোচনার মাধ্যমে implement করা যেতে পারে।


  Programme at elementary level (school/msk/ssk level)


 নিম্নলিখিত কার্যক্রমের সাথে students'week observed করা যেতে পারে-


 * শিক্ষার্থীদের মধ্যে HCM (Honourable chief minister) এর শুভেচ্ছা বার্তা বিতরণ


 * graduation ceremony সার্টিফিকেট ও নতুন academic year এর মার্কশিট বিতরণ।


* অভিভাবকদের free text books ও খাতা বিতরণ।


* CWSN ছাত্র ছাত্রী যাদের প্রয়োজন তাদের ব্রেইল এবং large print books বিতরণ।


* guardian দের সাথে সভা করতে হবে এবং SED এর মাধ্যমে implemented হওয়া 5টি নতুন কার্যক্রম অর্থাৎ (1. Formation of Houses (দল গঠন) in Secondary /Higher Secondary schools for class vi to xii  in West Bengal

2).Observation of Graduation Ceremony for all class (সমাবর্তন অনুষ্ঠান)

3). Reading Habits (class- v to x) (পাঠ অভ্যাস)

4). Ananda Parisar (class- i to x) (আনন্দ পরিসর)

5). Formation of Shishu Sansad (class- v to x) (শিশু সংসদ গঠন) সম্পর্কে তাদের সাথে আলোচনা করা।


 * local এবং বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্বদের (eminent Educational personalities) সাথে অভিভাবকদের interaction 


 * NVA (National Vidyalaya Abhiyan) সম্পর্কিত activities আলোচনা।

*স্কুল প্রাঙ্গনে IEC (Information Education Communication) উপকরণ প্রদর্শন (যেগুলো competent authority দ্বারা নির্ধারিত)।


 *  বিশেষ তালিকাভুক্তি হিসাবে এলাকার নির্দিষ্ট বয়সের শিশুদের বাড়িতে parateacher / ssk / msk teacher দের door to door visit করতে হবে।


  Programme at Secondary /higher secondary school :-


 * সপ্তাহব্যাপী activities যেমন- শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড ক্যাম্প, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ক্যাম্প, পাঠ্য বই বিতরণ, শিক্ষার্থীদের জন্য HCM (Honourable chief minister) এর শুভেচ্ছা ব্যতীত নিম্নলিখিত activities গুলো করতে হবে -


 * শিক্ষার্থীদের মধ্যে chief minister এর শুভেচ্ছা বার্তা বিতরণ করতে হবে।


 * graduation ceremony সার্টিফিকেট ও promoted class এর মার্কশিট বিতরণ।


* শিক্ষার্থীদের free text books ও খাতা বিতরণ।


*CWSN ছাত্র ছাত্রী যাদের প্রয়োজন তাদের ব্রেইল এবং large print books বিতরণ।


 * SED এর মাধ্যমে implemented হওয়া 5টি নতুন কার্যক্রম।


* স্কুল প্রাঙ্গনে IEC (Information Education Communication) উপকরণ প্রদর্শন (যেগুলো competent authority দ্বারা নির্ধারিত)।


 * আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন, একক নাটক, নৃত্যনাট্য, যন্ত্রসংগীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।


 * কুইজ, বিতর্ক, বক্তৃতা সভার আয়োজন।


 *পড়ার অভ্যাসকে উৎসাহিত করা ও দল তৈরি করে ছাত্রদের নিজের লেখা বা সমবয়সী ছাত্রদের লেখা কোনো গল্প পড়া।


 * "মিট দ্য আইকন" এর মতো অনুষ্ঠানের আয়োজন করা - যেখানে এলাকার বিখ্যাত এবং আইকনিক ব্যক্তিদের ছাত্রদের সাথে interaction এর জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে।


* স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য awareness cum help desk এর আয়োজন।


 *NVA (National Vidyalaya Abhiyan) সম্পর্কিত activities আলোচনা।


* স্বাস্থ্য শিবিরের (Health camp) আয়োজন।


* কন্যাশ্রী online পোর্টালে কন্যাশ্রী সুবিধাভোগীদের registration, updation এবং renewal 


* OOSC (out of the school children) এর enrollment -এর জন্য শিক্ষা বন্ধুদের house to house visit


 Synopsis of Students' week - 2023-


2রা জানুয়ারী, 2023, প্রথম দিনে 👉 HOI/TIC দ্বারা উদ্বোধনী বক্তৃতা।

Chief minister এর শুভেচ্ছা বার্তা বিতরণ।

সকল শিক্ষার্থীদের জন্য graduation ceremony 

বই বিতরণ 

PTM (Parents Teacher Meeting) আয়োজন এবং ৫ টি policy এর উপর অভিভাবকদের পরিচিতি করানো- আনন্দ পারিসার (ক্লাস I-X), House Formation (Class VI-XII), Reading habits (শ্রেণী V-X), শিশু সংসদ (V-X ক্লাস)


 3রা জানুয়ারী, 2023, দ্বিতীয় দিনে 👉 ক্লাস/স্কুলে ফটো কর্নার এর আয়োজন।

গ্রুপ ফটো তোলা

 শিক্ষার্থীদের Library books issue করা।

স্কুলে সকল শ্রেণীর জন্য reading festival পালন করা।


4ঠা জানুয়ারী, 2023, তৃতীয় দিনে 👉 Student selection এবং হাউস ট্যাগিং

 হাউস ক্যাপ্টেন নির্বাচন

শিক্ষার্থীদের wall magazine এর জন্য উদ্যোগ নেওয়া।

 শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন।


 5ই জানুয়ারী, 2023, চতুর্থ দিন 👉 (House wise) চিত্রাঙ্কন (painting) এবং creative writing competition 

(House wise) শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা। এখানে House বলতে Formation of House এর কথা বলা হয়েছে।


 6ই জানুয়ারী, 2023, পঞ্চম দিনে 👉 ছাত্র ছাত্রীদের জন্য outdoor sports বা sports 


 7ই জানুয়ারী, 2023, ষষ্ঠ দিন 👉 STEM (Science, technology, engineering, mathematics) exibition 

last period এ আনন্দ পরিসর পরিচালনা


 


Important instructions for fund due to these activities -


 স্কুল পর্যায়ে প্রোগ্রাম পরিচালনার জন্য SSA এর under এ স্কুল কম্পোজিট গ্র্যান্ট থেকে খরচ বহন করতে হবে। যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাহলে প্রতিটি জেলার সংশ্লিষ্ট এডিএম (শিক্ষা) এসএসএম এর রাজ্য অফিসে তহবিলের অনুরোধ করতে পারে😁 

Credit: Shuva Teja Manna



Post a Comment

Previous Post Next Post