[MP 2023 New Rule] Madhyamik Pariksha New Rule/মাধ্যমিক পরীক্ষা এবার নতুন নিয়মে

 [MP 2023 New Rule] Madhyamik Pariksha New Rule/মাধ্যমিক পরীক্ষা এবার নতুন নিয়মে

Madhyamik Pariksha 2023 New Rule: WBBSE 



বড়দের টেটের ধাঁচে কড়াকড়ির মধ্যেই আগামী বছর জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে বসবে ছাত্রছাত্রীরা। অ্যাপ, সিসিটিভিতে নজরদারি, জিপিএস ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ছবি তোলা, ইত্যাদি নানা নয়া ব্যবস্থায় আগামী বারের পরীক্ষা কেন্দ্রগুলিকে কার্যত হাইটেক দুর্গে পরিণত করছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা মহলের একাংশের মতে, প্রাথমিক টেটের আয়োজন থেকে শিক্ষা নিয়েই এমন সব সিদ্ধান্ত।


সূত্রের খবর, পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী হবে ধরে হাজার তিনেক স্কুলেকে পরীক্ষা কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে পর্ষদ। ঠিক হয়েছে, পরীক্ষার দিনগুলিতে পর্ষদ-প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজাররা অ্যাপের মাধ্যমে নিরন্তর নজরদারি চালাবেন। পর্ষদই সেই অ্যাপ তৈরি করছে। এত দিন পর্ষদ প্রতিনিধিরা এসএমএসে নজরদারির কাজ চালাতেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র থেকেই পর্ষদ কর্তাদের নানা বিষয় জানাতেন তাঁরা।


ঠিক হয়েছে, মাধ্যমিকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। কেন্দ্রের ঢোকা ও বেরোনোর পথ, প্রধান শিক্ষকের ঘর বা কন্ট্রোল রুম এবং যে জায়গা দিয়ে পরীক্ষার্থীরা বিভিন্ন ঘর বা শ্রেণিকক্ষে যাবে – সর্বত্রই বসবে সিসিটিভি। পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালালে, এত দিন যে স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসত, সেই স্কুল থেকে জরিমানা নেওয়া হতো। কিন্তু এ বার স্কুলে জিপিএস অন করে পরীক্ষা শুরুর আগে ও পরে ছবি তুলে রাখতে হবে।
কেন্দ্রে কোনও গোলমাল হলে, সেই ছবি-সহ লিখিত অভিযোগ জানাতে হবে পর্ষদকে। 
Boat airdrop buy with huge discount 
কোন স্কুলে, কখন এই গোলমাল হয়েছে, তার প্রমাণ রাখতেই এই ব্যবস্থা। যে স্কুলের পড়ুয়ারা এমন কাণ্ড ঘটাবে, সেই বিদ্যালয় ক্ষতিগ্রস্ত পরীক্ষা কেন্দ্রের ক্ষতিপূরণ না মেটালে পরীক্ষার্থীদের ফল উইথহেল্ড থাকবে। 

এমনকী, পরীক্ষার্থীদের সঙ্গে তাঁদের অভিভাবকরা পরীক্ষার প্রথম দিনও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। এমন ব্যবস্থা এ-ই প্রথম। পর্ষদের বিধি মেনে সাধারণত শুরুর দিনটা অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারতেন। আগামী বার তা-ও হবে না। পরীক্ষা কেন্দ্রে চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরাও জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না। সকাল আটটায় প্রশ্নপত্র পৌঁছনো দিয়ে শুরু হয়ে কেন্দ্র থেকে উত্তরপত্র বেরনো পর্যন্ত উপস্থিত থাকতে হবে পুলিশকর্মীদের।


23 February থেকে 4 মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে ১০টি জেলায় বৈঠক করে ফেলেছেন পর্ষদের সভাপতি ও সচিব। তাতে মূলত পরীক্ষার দিনগুলিতে প্রশ্ন পাচার ঠেকাতে ও নকল রুখতে এই কড়াকড়ি বলে জানা গিয়েছে।
পরীক্ষায় কড়াকড়ি

পড়ুয়াদের কী করণীয়? অ্যাডমিট কার্ডের সঙ্গেই সে সংক্রান্ত পোস্টার বিলি

পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব জানিয়ে বিজ্ঞপ্তি দেবে জেলা প্রশাসন

পরীক্ষার সময়ে কোনও কেন্দ্রে পরিদর্শন নয়।

নির্দিষ্ট সময়ের আগে খাতা জমা

দিলে প্রশ্নপত্রও জমা দিতে হবে

জিপিএস মাপিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ছবি তোলা হবে
এ ব্যাপারে জানতে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শনিবার ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'মাধ্যমিক পরীক্ষার আয়োজন অত্যন্ত গোপনীয় বিষয়। এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে এখনও কথা বলার সময় হয়নি।' তবে এত কড়াকড়ির পরও মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের কিছু পরীক্ষা কেন্দ্র পর্যদের কাছে যে চ্যালেঞ্জ, তা মানছেন বিকাশ ভবনের কর্তারা। পরীক্ষা শুরুর ৭ দিন আগে পর্ষদের মনিটরিং টিম (জেলা ও মহকুমা আহ্বায়ক এবং সদস্যরা) কেন্দ্রগুলি পরিদর্শন করে স্কুল সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। যাতে খামতি থাকলে পরীক্ষা শুরুর আগেই মেটানো যায়।
Buy boat airdrop with huge discount 


Next year, the students will sit for the first big exam of their life in Madhyamik, in the strictness of Tate. The Board of Madhya Shiksha is turning the exam centers into hi-tech fortresses with various new systems such as apps, CCTV surveillance, taking pictures of the exam centers through GPS mapping, etc. According to a section of education circles, all such decisions are about education since the organization of primary Tet.

According to sources, the board has identified 1,300 schools as examination centers, assuming that there will be a quarter of a million candidates. Well, during the examination days, additional venue supervisors in charge of board-representatives will conduct continuous monitoring through the app. The board is developing that app. So far the council representatives used to monitor the SMS. During the examination, they used to inform the board officials about various issues from the center.
Well, at least three CCTV cameras should be installed in each examination center in Madhyamik. The entrances and exits of the center, the head teacher's room or control room and the places through which the examinees pass to different rooms or classrooms – CCTV will be installed everywhere. If the exam center was vandalized, a fine would be levied from the school where the students were coming to take the exam. But this time the school should turn on the GPS and take pictures before and after the exam. If there is any disturbance in the centre, a written complaint along with the picture should be given to the board. This system is to keep the evidence of which school, when this noise happened. The results of the candidates will be withheld if the school whose students commit such acts do not pay compensation to the affected examination center. Even, the candidates along with their guardians cannot enter the exam center even on the first day of the exam. This is the first such arrangement. As per the rules of the board, usually the parents could enter the examination center on the first day. It won't happen next time either. Health workers and policemen who are in charge of medical and security at the examination center are also not allowed to use mobile phones unless it is necessary. The policemen have to be present starting from the arrival of the question paper at 8 am till the answer sheet is released from the center.
The president and secretary of the board have already held meetings in 10 districts to complete the secondary examination in a fair and peaceful manner from 23 February to 4 March. It is said that this stricture is mainly to prevent cheating and cheating of questions on exam days. Rigorous in the exam

What should students do? Admit card is distributed along with the related poster

■ The district administration will give a notification stating the responsibility of the police and health workers

No center visit during examination.

. Submitting the account before the specified time

Question paper should also be submitted

Photographs of test centers will be taken through GPS mapping
Council President Ramanuja Gangopadhyay was contacted by phone on Saturday to find out about this. He said, 'organization of secondary examination is a very secret matter. It is not yet time to talk to the media in this regard.' However, despite this strictness, the authorities of Bikash Bhavan accept the challenges faced by some exam centers in Malda, Murshidabad and North Dinajpur. 7 days before the commencement of the examination the monitoring team of the board (district and sub-divisional convenors and members) will visit the centers and give a full report about the school. So that if there is a deficiency, it can be met before the start of the exam.

1 Comments

Previous Post Next Post