Notification : Summer Vacation of West Bengal school/2nd May থেকে কত দিন ছুটি? Download notification

 Notification: Summer Vacation of West Bengal school/2nd May থেকে কত দিন ছুটি?



গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হলেও তা শুরু হবে 2nd May থেকে।কিন্তু কত দিন পর্যন্ত গরমের ছুটি তা notification এ নেই। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ আছে।
Teacher দের জন্য এই ছুটি কিনা তাও notification এ বলা আছে। দেখে নিন কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।



Government of West Bengal School Education Department

Bikash Bhavan, 5th Floor, Kolkata-700091

Memo No.: 02/SECY/23

Date: 13/04/2023

From:

Secretary in School Education Department

Government of West Bengal

1) President, West Bengal Board of Secondary Education

2) President, West Bengal Board of Primary Education

Due to heat wave and prevailing situation, it is advised to declare summer vacation in the schools under your administrative control with effect from 2 May, 2023 until further instructions except for the schools in hill areas of Darjeeling and Kalimpong districts, where in existing academic schedule will continue until further order. The teaching and non-teaching staff will also remain on leave as a special case during the period or till the schools reopen. However, the teaching/ non-teaching staff of schools shall make suitable arrangements for conducting extra classes after re-opening of the schools to makeup the loss due to early closure of schools as stated above, in the interest of the students.

You are therefore, requested to take necessary action accordingly.

This is issued with the approval of competent authority.

Yours faithfully,

Secretary in School Education Department Government of West Bengal
# গ্রীষ্মকালীন ছুটির বিজ্ঞপ্তির বাংলা অনুবাদ #
 স্যার,
 তাপপ্রবাহ এবং বিরাজমান পরিস্থিতির কারণে, দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলি ব্যতীত, যেখানে বিদ্যমান একাডেমিক সময়সূচীতে রয়েছে, 2রা মে, 2023 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত চলবে। শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও বিশেষ ক্ষেত্রে ছুটিতে থাকবেন পিরিয়ড চলাকালীন বা স্কুল পুনরায় খোলা পর্যন্ত। যাইহোক, বিদ্যালয়ের শিক্ষক/অশিক্ষক কর্মচারীরা শিক্ষার্থীদের স্বার্থে উপরে উল্লিখিত স্কুলগুলি তাড়াতাড়ি বন্ধ করার কারণে ক্ষতি পূরণের জন্য বিদ্যালয়গুলি পুনরায় খোলার পরে অতিরিক্ত ক্লাস পরিচালনার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে।

 তাই আপনাকে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post